আড়াই হাজার টাকার বাটি ৬ কোটিতে বিক্রি

0
37
নকশা পোর্সিলিনের বাটি
নকশা পোর্সিলিনের বাটি

সাদা রঙের ওপর নীল রঙের ফুলের দারুণ নকশা পোর্সিলিনের ছোট একটি বাটিতে। এতেই কপাল খুলে গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরিবারের। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে।

ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, বাটিটি ৩৫ মার্কিন ডলারে কিনেছিলেন ওই মার্কিন পরিবারের এক সদস্য। যার বাংলাদেশি মুদ্রায় মূল্য আড়াই হাজার টাকা। কয়েকদিন আগে সেই বাটি নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ২০ হাজার ডলারে। বাংলদেশি টাকায় যা ৬ কোটি ১০ লাখ টাকার বেশি।

জানা গেছে, বিশ্বে এখন পর্যন্ত এই ধরনের বাটি পাওয়া গেছে সবে মাত্র ৭টি। এগুলো ১৫ শতকের চীনা মিং সাম্রাজ্যের সময়ের সাক্ষী হয়ে আছে। কিন্তু প্রাচীন এই বাটি যুক্তরাষ্ট্রের একটি ইয়ার্ড সেলে কীভাবে গেলো, সেটি একটি বড় প্রশ্ন।

স্থানীয় কানেকটিকাটের নিউ হ্যাভেনের একটি দোকান থেকে বাটিটি কেনেন পুরাতাত্ত্বিক সংগ্রাহক ওই ব্যক্তি। পরে বিভিন্ন গবেষণা করে এর ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন।

বিশেষজ্ঞরা বাটিটি পরীক্ষা-নিরীক্ষা করে নিলামের তোলার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী, ৫ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয় এটি। তবে বিভিন্ন ধরনের ফি নিয়ে বাটিটির মোট দাম ৭ লাখ ২১ হাজার ৮০০ ডলারে পৌঁছায়।