আর্জেন্টিনাকে সতর্ক করলেন, শুধু ব্রাজিল নয়, রেফারির বিরুদ্ধেও লড়তে হবে

0
30
আর্জেন্টিনাকে সতর্ক করলেন, শুধু ব্রাজিল নয়, রেফারির বিরুদ্ধেও লড়তে হবে
আর্জেন্টিনাকে সতর্ক করলেন, শুধু ব্রাজিল নয়, রেফারির বিরুদ্ধেও লড়তে হবে

ফাইনালের আগে আর্জেন্টিনাকে সতর্ক করলেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস চিলেভার্ট। বলা যেতে পারে একেবারে  কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবলের দিকে আঙুল তুললেন তিনি। কোপা আমেরিকা ফাইনালে ব্রাজ়িল ও আর্জেন্টিনা মুখোমুখি বলে কথা, তাহলেতো   উত্তেজনা, হৈ হুল্লোড়, তর্ক-বিতর্ক এসব থাকবেই এটাই স্বাভাবিক। কিন্তু রেফারির ভুল সিদ্ধান্ত, পক্ষপাতিত্ব এটা কিছুতেই মেনে নিতে পারবে না ফুটবল তারকারা কিংবা সারা বিশ্বের ফুটবল প্রেমিক দর্শক। 

কোপা আমেরিকার ফাইনালের আগে মেসিদের সতর্ক করলেন প্যারাগুয়ের প্রাক্তন গোলরক্ষক হোসে লুইস চিলাভার্ট গোঞ্জালেস। এছাড়াও কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবলকে দুর্নীতিগ্রস্ত বলেও তীব্র সমালোচনা করেছেন তিনি। রেডিও কন্টিনেন্টালকে দেওয়া এক সাক্ষাৎকারে চিলেভার্ট বলেছেন, ‘মেসি ও তার দলকে ব্রাজ়িল, নেইমার এবং রেফারি, তিন বিপক্ষের বিরুদ্ধে লড়াই করে জেতার জন্য প্রস্তুতি নিতে হবে।’ 

কিন্তু এতটা রাগ কেন এই  কিংবদন্তি গোলকিপার?

চিলেভার্টের রাগ, ক্ষোভ মূলত পেরু ও প্যারাগুয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ঘিরে। সেই ম্যাচে প্রথমে গোল করেছিল প্যারাগুয়ে। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বিতর্কিত সিদ্ধান্তে গোলদাতা গুস্তাভো গোমেজ়কে লাল কার্ড দেখান উরুগুয়ের রেফারি এস্তেবান ওস্তোজিচ। আগামী রবিবার ব্রাজ়িল-আর্জেন্টিনার  ফাইনাল ম্যাচেও দায়িত্বে থাকবেন এস্তেবান। এ কারণেই মূলত সতর্কবার্তা শোনালেন চিলেভার্ট। 

প্যারাগুয়ের কিংবদন্তি গোলকিপার বলেছেন, ‘আমি মেসিকে আরও ৩-৪ গোল করতে দেখলে খুব খুশি হব।’ যদিও পর মুহূর্তেই রেফারিং নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। বলেছেন, ‘ম্য়াচে যখনই কোনও সংশয় থাকবে, রেফারি ব্রাজ়িলের হয়ে সিদ্ধান্ত নেবে। তাই মেসি ও তার সতীর্থরা যা খেলছে, তার চেয়ে অনেক ভাল ফুটবল খেলতে হবে।’