আরিফিন শুভ হাসপাতালে ভর্তি

0
22
আরিফিন শুভ
আরিফিন শুভ হাসপাতালে ভর্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন আরিফিন শুভ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আরিফিন শুভ। আজ বিকেলেই নাকি অপারেশন হতে চলেছে এই নায়কের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের এই দুঃসংবাদ দেন শুভ।

জানা গেছে, বছর খানেক পলিপাস সমস্যায় ভুগছিলেন তিনি। গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা নিয়েও ‘মুজিব’ সিনেমার কারণে সেভাবে চিকিৎসার সুযোগ হয়নি। আজ তার অবস্থা গুরুতর বলেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এ বিষয়ে শুভ বলেন, ‘বছর খানেক ধরে পলিপ সমস্যায় ভুগছিলাম। গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ (১৭ অক্টোবর) বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে।’

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।