আমেরিকার ‘প্রিডেটর এমকিউ-৯বি’ ড্রোন পাচ্ছে ভারত

0
11
আমেরিকা
আমেরিকার ‘প্রিডেটর এমকিউ-৯বি’ ড্রোন পাচ্ছে ভারত

ভারতকে ‘প্রিডেটর এমকিউ-৯বি’ ড্রোন দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার জো বাইডেনের সরকার। বিশ্বের ‘সবচেয়ে প্রাণঘাতী ড্রোন’।

‘প্রিডেটর এমকিউ-৯বি’ ড্রোন এতটাই অত্যাধুনিক যে, দু’হাজার কিলোমিটার দূরে বসেই ধ্বংস করতে পারে শত্রুপক্ষের আস্তানা। প্রয়োজনে ‘গুপ্তচর’ ড্রোনকে বদলে ফেলা যায় ‘ঘাতক’ ড্রোনে। একটি বোতাম টিপলেই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে ‘প্রিডেটর এমকিউ-৯বি’।

‘প্রিডেটর এমকিউ-৯বি’ কে সামরিক বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বের ‘সবচেয়ে প্রাণঘাতী ড্রোন’ বলে মনে করেন। এর অপর নাম ‘রিপার ড্রোন’।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় প্রিডেটর ড্রোন কেনা নিয়ে নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেন নরেন্দ্র মোদী সরকার।

গত জুন মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে ‘প্রতিরক্ষা ক্রয় পর্ষদ’ (ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল)-এর ড্রোন কেনার বিষয়ে চুক্তি সইয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছিল।

আমেরিকা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, ভারতের হাতে ৩১টি প্রিডেটর ড্রোন তুলে দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে আমেরিকা কংগ্রেস। আনুষ্ঠানিক ভাবে আগামী মাসে সেই চুক্তি স্বাক্ষরিত হবে।

তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমর, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান বায়তুল্লা মেহসুদ, সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদ থেকে হালফিলে ইরানের জেনারেল কাশেম সোলেমানি এবং আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি হত্যায় ব্যবহার করা হয়েছিল এই ‘এমকিউ রিপার ড্রোন’।

সুত্রঃ আনন্দবাজার