
গোপালগঞ্জের মুকসুদপুরে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী হাই স্কুল এন্ড কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ ৭ম ও ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ৭শ ৯৮জন শিক্ষার্থীর অংশগ্রহণে মুকসুদপুর উপজেলার বাটিকামারী আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন আয়োজনে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাটিকামারী স্কুল এন্ড কলেজে কেন্দ্র সকাল ১১টা থেকে ১১টা ৫০টা মিনিট পর্যন্ত একযোগে কেন্দ্রে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আশিক কবির, আব্দুল আলী ও হালিবন নেছা
ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোশাররফ হোসেন,ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ,
বাটিকামারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির মন্ডল, হল কন্ট্রোরাল নিরানজন পাল,
প্রকৌশলী মনিরুজ্জামান, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রভাষক সাফায়েত হোসেন ঢালী,বাটিকামারী স্কুল
এন্ড কলেজের সহকারী শিক্ষক বাকী শরীফ, সাবেক প্রধান শিক্ষক আক্কাস আলী পরীক্ষা পরিদর্শন করেন। আয়োজক কমিটির ও পরীক্ষা নিয়ন্ত্রক জানায় ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী
শিক্ষার্থীদের মাঝ থেকে ৭০জন মেধাবীকে আর্থিক সহায়তা ও ক্রেস প্রদান করা হবে
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞানচর্চায় মেধা বৃত্তি পরীক্ষা প্রতিবছর অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সকল শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।


