আলোচিত ঢালিউড অভিনেত্রী পরিমনি। বোট ক্লাবকাণ্ড, মাদক মামলা, গ্রেফতারসহ বহুবার আলোচনার শীর্ষে ছিলেন তিনি। কয়েকদিন আগে মা হওয়ার সুখবর দিয়ে আলোচনায় থাকেন পরিমনি।
আবারও আলোচনায় এসেছেন পরীমনি। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারি বিষয়ে আলোচনায় তিনি। দিন দিন তার ভক্ত-অনুরাগীর সংখ্যাও বাড়ছে হু হু করে। ফেসবুক পেজে তার ফলোয়ার সংখ্যা এখন এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। এ সংখ্যা বাংলাদেশের অন্য যে কোনো তারকার চেয়ে বেশি।
অনুসারী সংখ্যার দিক থেকে দেশের সব তারকাদের পেছনে ফেলে দিয়েছেন পরীমনি। দ্বিতীয় অবস্থানে আছেন হানিফ সংকেত। ১ কোটিরও বেশি মানুষ অনুসরণ করেন এ উপস্থাপককে। পূর্ণিমার অনুসারী সংখ্যা ৯৭ লাখের বেশি। অপু বিশ্বাসের অনুসারী সংখ্যা ৮৭ লাখ। ৫৬ লাখের ঘরে আছেন জয়া আহসান ও শাকিব খান।