আনসারকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, হবেও নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

0
25
গ্রেপ্তারের অনুমতি
আনসারকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, হবেও নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, হবেও না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমি শুনতে পাচ্ছি আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো ভুল তথ্য, প্রোপাগান্ডা। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, হবেও না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আনসার ব্যাটালিয়নকে গ্রেপ্তার বা আটকের ক্ষমতা দিয়ে আইনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফৌজদারি কার্যবিধির আওতায় থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে। আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। সেখানে আলোচনা-পর্যালোচনা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত এর আগেও দু-এক জায়গায় আলোচনা করেছে। জামায়াত বলতে কোনো কথা নেই। দেশে গণতান্ত্রিক চর্চা আছে। আমাদের কথা হলো, দেশের নিয়মকানুন মেনে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে তারা কথা বলতে পারেন।