
আজ আবারও দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ শনিবার সকালে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১৫ হাজার ৭৪৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। দাম কমার কারণে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
গতকাল শুক্রবারও সোনার দাম ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমেছিল। তাতে দুই দিনে সোনার দাম ভরিতে কমেছে ৩০ হাজার ৩৮৪ টাকা।
আজ দাম কমার কারণে ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি যথাক্রমে ১৪ হাজার ৯৮৮ ও ১২ হাজার ৮৮৮ টাকা। তাতে ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা ভরি। ১৮ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। এদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি আজ ১০ হাজার ৯৬৪ টাকা কমে হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে সোনার দর পতন।
এদিকে সোনার পাশাপাশি আজ রুপার দামও কমেছে। এর মধ্যে ২২ ও ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪৬৭ টাকা কমেছে। তাতে ২২ ক্যারেটের রুপার ভরি হয়েছে ৭ হাজার ২৯০ টাকা এবং ২১ ক্যারেটের দাম হয়েছে ৬ হাজার ৯৪০ টাকা। আর ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪০৮ টাকা কমে ৫ হাজার ৯৪৯ টাকা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমে ৪ হাজার ৪৩২ টাকা হয়েছে।


