আজ শ্বশুর দিবস। আজ শ্বশুরকে শুভেচ্ছা জানানোর দিন। আজকের দিনে শ্বশুরকে শুভেচ্ছা জানাতে পারেন নিজের মতো করে।
৩০ জুলাই আমেরিকায় শ্বশুর দিবস হিসেবে পালিত হয়। ধারণা করা হয়, একটি গিফট কার্ড তৈরির প্রতিষ্ঠান এই দিবস চালু করেছে। তবে ঠিক কবে শুরু হয়েছিল, তা জানা যায়নি।
আমেরিকায় দিবসটি পালিত হলেও বাংলাদেশে তেমনভাবে পালিত হয় না। তবে একজন চমৎকার জীবনসঙ্গীর কারণে এই যে আপনার জীবনটা পূর্ণ হয়ে উঠেছ, এর অন্যতম কৃতিত্ব কিন্তু ওই শ্বশুরেরই।
আপনার সঙ্গীর শিক্ষা, মূল্যবোধ বা কেরিয়ার গড়ে তোলার নেপথ্যেও আছেন তিনি। তাই যার কাছ থেকে একজন আদর্শ জীবনসঙ্গী পেয়েছেন, তার প্রতি কৃতজ্ঞ থাকাই স্বাভাবিক।
শ্বশুর দিবসের অন্যতম উদ্দেশ্য পারিবারিক বন্ধন মজবুত করা। শ্বশুরদের প্রতি আরো যত্নশীল হওয়া। তাই আজ শ্বশুরকে নিয়ে ঘুরতে যাওয়া যেতে পারেন। পারেন গল্প করতে। তার সাথে কাটাতে পারেন কিছুটা সময়ও।
অবশ্য কবে থেকে শ্বশুর দিবসের প্রচলন শুরু হয়েছিল সেই তথ্য জানা যায়নি।