
আজ সোমবার শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের ভর্তিযুদ্ধ।
এবারের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ক, খ ও গ—তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এ বছর বিশেষ কোটাসহ মোট ৪ হাজার ৪৬৭টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৯১টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে।