আজ কোথায় কখন লোডশেডিং

0
61
আজ রাজধানিতে কোথায় কখন লোডশেডিং
আজ রাজধানিতে কোথায় কখন লোডশেডিং

বিদ্যুতের সাশ্রয়ে আজ দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শিডিউল। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১৯ জুলাই থেকে এই লোড শেডিং শুরু হয়েছে। বিদ্যুৎসংকট মোকাবেলায় আজ বুধবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় লোড শেডিং হবে।

আজ বুধবার কোথায় নির্দেশ মোতাবেক লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

তবে রাজধানীতে প্রকাশিত এলাকাভিত্তিক শিডিউল ভেঙে একাধিকবার লোড শেডিং দেওয়া হচ্ছে। এদিকে রাজধানীর বাইরের জেলাগুলোতে শিডিউল না মেনেই পাঁচ থেকে ছয়বার করেও লোড শেডিং করা হচ্ছে। এতে শহরের মানুষের ভোগান্তিটা কম হলেও ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিংয়ের কারণে ভুগছে গ্রামের মানুষ।