আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫২ তম মৃত্যুবার্ষিকী

0
22
বীরশ্রেষ্ঠ
আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫২ তম মৃত্যুবার্ষিকী

আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫২তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের ২৮ অক্টোবর এ দিনে মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তে পাকিস্তানি সেনাদের ছোঁড়া গুলিতে শহীদ হন হামিদুর রহমান।

হামিদুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা।

মাত্র ১৮ বছর বয়সে শহিদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ। হামিদুরের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরের খোরদা খালিশপুর গ্রামে।

দেশের মুক্তির জন্য জীবনদানকারী এই বীরের গল্প নতুন প্রজন্মরা জানতে পাচ্ছে কমলগঞ্জের ধলই চা-বাগানে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জাদুঘরের মাধ্যমে।