আজ প্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন

0
26
কথাসাহিত্যিক
আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন। হুমায়ূন আহমেদ সাহিত্যের প্রায় সব শাখাতে প্রতিভা রেখে গেছেন।

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন। হুমায়ূন আহমেদ সাহিত্যের প্রায় সব শাখাতে প্রতিভা রেখে গেছেন।

ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ, গান, ছবি আঁকা সব ক্ষেত্রেই দেখিয়েছেন অসাধারণ প্রতিভা। সে কারণেই হয়ে উঠেছেন সকল সময়ের সেরা কথাসাহিত্যিক।

হুমায়ূন আহমেদ জন্মেছিলেন ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতু্‌বপুরে। তার জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।

গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে অবস্থিত তার হাতে গড়া প্রিয় নুহাশপল্লীতে জন্মদিন উদ্‌যাপন করা হবে।

বিভিন্ন টিভি চ্যানেলেও থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে আয়োজন। এরমধ্যে চ্যানেল আইতে সকাল সাড়ে ৭টায় প্রচার হবে সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’।

বিকাল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি সম্প্রচার হবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটাল-চ্যানেল আই ‘হুমায়ূন মেলা’, পাওয়ার্ড বাই-নতুনধারা।

বিকাল ৫টায় প্রচার হবে হুমায়ূন আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম-এর ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে রাজিয়া সুলতানা জেনির রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় বিশেষ নাটক ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’।