আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

0
32
প্রভাবশালী ১০০ নারী
বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪ টায় সরকারি বাসভবন গনভবনে সংবাদ সম্মেলন হবে।

গতকাল সোমবার প্রধানন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল এই তথ্য নিশ্চিত করেছেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

গত ২৪ অক্টোবর সফরসঙ্গীদের নিয়ে বেলজিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ২৫ ও ২৬ অক্টোবর ওই ফোরামে যোগ দেন তিনি। ফোরামের ফাঁকে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্র ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা।