আজ পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের

0
54
আজ পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের
আজ পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের

আজ ২২তম কমনওয়েলথ গেমসের পর্দা উঠছে ইংল্যান্ডের বার্মিংহ্যামে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করার জন্য আয়োজনের কোনো ত্রুটি রাখেনি আয়োজকরা। ১৯৩০ সালে প্রথমবার এই গেমস আয়োজিত হয়েছিল।

৭২টি দেশের ৫০৫৪ জন অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলো হলো-সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ, ভলিবল, বক্সিং, টি ২০ ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, লনবল, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলন, প্যারা পাওয়ার, লিফটিং ও কুস্তি।

‘সবার জন্য খেলা’ মূলমন্ত্র নিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। গ্র্যান্ড ইউনিয়ন নদীবেষ্টিত এই নগরীতে আগামী ১১ দিন উৎসবের জোয়ারে মাতোয়ারা থাকবেন সবাই। আর টেলিভিশনের কল্যাণে মোহনীয় অনুষ্ঠানে মাতবে সারা বিশ্ব-এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

বাংলাদেশ অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিসে অংশ নেবে। বাংলাদেশ দল এরই মধ্যে বার্মিংহ্যামে পৌঁছেছে।

বাংলাদেশ দলের ক্রীড়াবিদ হলেন- হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা, সেলিম হোসেন (বক্সার), শিশির আহমেদ, আবু সাঈদ রাফি (জিমন্যাস্ট), আসিফ রেজা, সুকমার রাজবংশী, সোনিয়া খাতুন, মাহমুদুন নবী নাহিদ, মরিয়ম আক্তার (সাঁতারু), মারজিয়া আক্তার ইকরা, মাবিয়া আক্তার সীমান্ত, মনিরা কাজী, আশিকুর রহমান (ভারোত্তোলক), মোহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাদুল খায়ের হামজা, রামহীম রিয়ন বুম, সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ (টেবিল টেনিস)।