ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার(২৫ জুলাই) থেকে খুলছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এড়াতে শুক্রবার থেকে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন হবে ‘সীমিত আকারে’। গ্রাহকদের জন্য প্রতিদিন মাত্র সাড়ে তিন ঘণ্টার জন্য ব্যাংক খোলা রাখা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে করোনা-সুরক্ষা প্রোটোকল বজায় রেখে সীমিত কর্মী দিয়ে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লেনদেন কার্যক্রম পরিচালনা করবে।
তবে ব্যাংকগুলো এই সময়ের বাইরে তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবে। তাদের অন্যান্য নিয়মিত কার্যক্রম সরকারি নির্দেশিকা মেনে পরিচালিত হবে।
এ সময়ে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও অনুমোদিত ডিলার-মনোনীত শাখাগুলো খোলা থাকবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জেলা পর্যায়ে একটি ও উপজেলা পর্যায়ে একটি শাখা খোলা রাখার কথা বলা হয় কেন্দ্রী ব্যাংকের নির্দেশনায়। তবে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা ২৪ ঘণ্টা চলবে।