“ঢাকায় বৃহস্পতিবার(১লা জুলাই) মানে আজ ৭ কেন্দ্রে ফাইজারের টিকা দেয়া হবে। গতকাল (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য থেকে জানা যায়। এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।”
শামসুল হক জানান, ‘যেহেতু এই টিকা পরিবহন করা কঠিন, তাই আমরা কেবলমাত্র রাজধানী ঢাকায় সাতটি কেন্দ্র নির্ধারণ করেছি। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।’
তিনি বলেন, ‘প্রবাসী শ্রমিক যারা ফাইরাজের টিকা ছাড়া বিদেশে যেতে পারছেন না, এই মুহূর্তে শুধু তারা এই কেন্দ্রগুলো থেকে টিকা নিতে পারবেন। এজন্য জনশক্তি উন্নয়ন ব্যুরো থেকে আমাদের তালিকা দেওয়া হবে। এসব কেন্দ্রে অগ্রাধিকার তালিকায় যারা আছেন, তাদেরকে সিনোফার্মের ভ্যাকসিনের জন্য অন্য কেন্দ্রে যেতে হবে।’