আজ ঢাকার বাতাস ‘মধ্যম’

0
9
ঢাকার
আজ ঢাকার বাতাস ‘মধ্যম’

আইকিউ এয়ারের তথ্যমতে, আজ (মঙ্গলবার) ঢাকার বাতাসের মান মধ্যম পর্যায়ে রয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের বায়ুর মান সবচেয়ে দূষিত অবস্থায় রয়েছে। অন্যদিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তালিকায় থাকা শহরগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক।

মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৯৬ স্কোর নিয়ে ঢাকা বিশ্বব্যাপী সবচেয়ে বায়ু মানের তালিকায় ১৩তম স্থানে রয়েছে।

ইরাকের বাগদাদ, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং মালয়েশিয়ার কুচিং যথাক্রমে ২১৭, ১৫৪ এবং ১৫৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

৫০ থেকে ১০০-এর মধ্যে একিউআইকে ‘মধ্যম’ এবং ১০১ থেকে ১৫০-এর মধ্যে একিউআইকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআইকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

আর ৩০০ থেকে তার বেশি রিডিংকে ‘বিপজ্জনক’ বলে মনে করা হয়। যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে দূষণকারী পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ এবং পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.