আজ কবি সুফিয়া কামালের জন্মদিন

0
11
আজ কবি সুফিয়া কামালের জন্মদিন
আজ কবি সুফিয়া কামালের জন্মদিন

আজ কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে সুফিয়া কামালের জন্ম।

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে তিনি মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন, নারীমুক্তি আন্দোলনসহ বিভিন্ন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।

সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য সুফিয়া কামাল প্রায় ৫০টি পুরস্কার লাভ করেন। এর মধ্যে রয়েছে- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২), লেনিন পদক (১৯৭০, সোভিয়েত ইউনিয়ন), একুশে পদক (১৯৭৬), নাসিরউদ্দীন স্বর্ণপদক, রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (১৯৯৫) ও স্বাধীনতা দিবস পদক।

কবির জন্মদিন উপলক্ষ্যে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমি মিলনায়তনে বিকেল ৪টায় স্মারক বক্তৃতা, সুফিয়া কামাল সম্মাননা প্রদান ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে মহিলা পরিষদ। এ বছর সুফিয়া কামাল সম্মাননা পাচ্ছেন রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ান।