![আজ রাজধানীতে বিএনপি ও আ’লীগের সমাবেশ রাজধানীতে বিএনপি](https://oporazoya24.com/wp-content/uploads/2023/02/Untitled-1-28-696x355.jpg)
আজ ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করবে আওয়ামী লীগ-বিএনপি। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে ইউনিয়নে গণপদযাত্রা করবে বিএনপি।
দলটির বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকরা এই পদযাত্রায় অংশ নিবেন। সরকারবিরোধী দল ও জোটগুলো যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে।
অন্যদিকে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির নেতারা দাবি করেছেন-আগামী নির্বাচনকে সামনে রেখে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই শান্তি সমাবেশ করবেন তারা। একইদিনে দেশের বৃহত্তম দুটি দলের কর্মসূচি ঘিরে জনমনে নানা আশঙ্কা দেখা দিয়েছে।
পাল্টাপাল্টি কর্মসূচি ও শোডাউন ঘিরে তৃণমূলে সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের কর্মসূচি পূর্বঘোষিত। বিএনপি’র কর্মসূচিকে বানচাল করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে।