আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

0
20
আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ
আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ

আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব, তাসকিন, মুশফিকদের জয়ের বিকল্প নেই। এশিয়া কাপে টিকে থাকতে হলে জিততেই হবে সাকিবদের।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এদিকে এশিয়া কাপে আজ প্রথম ম্যাচ আফগানিস্তানের। আর দ্বিতীয় বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচ টাইগাররা হেরে গেছে ৫ উইকেটে।

দু‘দলের পরিসংখ্যানে যদিও ১৪ ম্যাচে ৮ জয় পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তানের জয় ৬। এশিয়া কাপেও এখন পর্যন্ত ৩ বার মুখোমুখি হয়েছে দু‘দল। যেখানে বাংলাদেশের ২ জয়ের বিপরীতে ১ জয় আছে আফগানিস্তানের।