প্রথম ও দ্বিতীয় দিনের পর আজও ট্রেনের টিকিট পেতে উপচেপড়া ভিড়। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কিনতে পেতে বিড়ম্বনার শেষ নেই। টিকিট হাতে পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মত।
রোববার (৩ জুলাই) সকালে এ রকম চিত্র দেখা গেছে কমলাপুর রেলওয়ে ষ্টেশনে।
রোববার সকাল ৮টা থেকে টিকিট বিতরণ শুরুর কথা থাকলেও শনিবার থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন হাজারো টিকিটপ্রত্যাশী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এসব টিকিটপ্রত্যাশীদের ভিড়। এর মধ্যে একটি অংশ রয়েছেন, যারা প্রথম দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।