‘আগুনে ঘি ঢালে’ এমন পদক্ষেপের বিরোধিতা করবে চীন

0
71
‘আগুনে ঘি ঢালে’ এমন পদক্ষেপের বিরোধিতা করবে চীন
‘আগুনে ঘি ঢালে’ এমন পদক্ষেপের বিরোধিতা করবে চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বলেছেন, ‘আগুনে ঘি ঢালবে’ এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করবে বেইজিং।

কেবলমাত্র আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমেই সংকটের সমাধান হতে পারে এমন মন্তব্য করে চীনা এ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে সরাসরি আলোচনাকে উৎসাহিত করার কথাও জানান।

দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দুই সপ্তাহে এ নিয়ে দুইবার ফোনালাপ হল বলে গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ইউক্রেইনে রাশিয়ার হামলা চীনের জন্যও বড় ধরনের সংকট নিয়ে হাজির হয়েছে। তার এখন পর্যন্ত রুশ হামলার নিন্দা জানায়নি; মস্কোর ওই পদক্ষেপকে দৃশ্যত স্বাগতও জানায়নি তারা।

পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপে নিজেকে যুদ্ধের সমর্থনকারী হিসেবে দেখাতে চায় না বেইজিং, অন্যদিকে মস্কোর সঙ্গে সামরিক ও কৌশলগত মিত্রতাও বাড়াতে চায় তারা।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্র, নেটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি রাশিয়ার সঙ্গে ‘ন্যায্য আলোচনায়’ বসতে এবং নেটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর নিরাপত্তা উদ্বেগ স্বীকার করে নিতে আহ্বান জানিয়েছেন, বলা হয়েছে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে