
রাশিয়া তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যদি দেশটির অস্তিত্ব হুমকির মুখে পরে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
মার্কিন সংবাদমাধ্যম দিমিত্র পেসকভের কাছে প্রশ্ন রাখেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণিবক অস্ত্র ব্যবহার করবেন কিনা। জবাবে তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের জনগণ নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া আছে। পারমাণবিক অস্ত্রের প্রয়োগ নিয়ে সেখানে বিস্তারিত উল্লেখ করা আছে, চাইলে পড়তে পারেন।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অস্তিত্বকে হুমকিতে ফেললে, নিয়ম অনুয়ায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে’।