অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে স্মরণে এক মিনিটের নীরবতা

0
75
অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে স্মরণে এক মিনিটের নীরবতা
অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে স্মরণে এক মিনিটের নীরবতা

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস এর অকাল মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় রবিবার সকালে নেমে এলো শোকের ছায়া। শনিবার গাড়ি দুর্ঘটনায় মারা যান অ্যান্ড্রু সাইমন্ডস।

মাত্র ৪৬ বছর বয়সে এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে ক্রিকেটার, সমর্থক থেকে শুরু করে সবাই বাকরুদ্ধ। ২০০৩ এবং ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটারকে সম্মান জানিয়ে আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা এক মিনিটের নীরবতা পালন করেছেন। 

বিসিবি তার আগে অবশ্য অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে। রবিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে টস জিতে প্রথম টেস্টে ব্যাটিং নিয়েছে।