অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

0
52
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে তিন জনকে। এরা হলেন অর্থনীতিবিদ বেন এস. বার্ন্যাঙ্কে অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং অর্থনীতিবিদ ফিলিপ এইচ ডিবভিগ। অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে অ্যাকাডেমি। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে।

১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার।’