অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছাতে পারে

0
61
অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছাতে পারে
অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছাতে পারে

চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছাতে পারে বলে জানা গেছে।

মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা রোববার দুপুরে বলেন, ‘অফিসিয়ালি এখনো চিঠি হাতে পাইনি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। চিঠি হাতে এলেই সবাইকে জানানো হবে।’

সংস্কৃতি বিষয়ক সচিব মো. আবুল মনসুর বলেন, ‘বিকেলের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। সেটি বাংলা একাডেমি থেকে জানা যাবে।’