নরসুন্দর থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল অপু ভাই। এবার ওয়েব সিরিজে দেখা যাবে আলোচিত-সমালোচিত ইয়াছিন আরাফাত ওরফে অপু ভাইকে। পরিচালক অনন্য মামুনের ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তুমুল পরিচিতি পাওয়া এই তরুণ।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন নিজেই। তিনি বলেন, ওয়েব সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অপু ভাইকে দেখা যাবে। কয়েক দিন আগে তাকে চূড়ান্ত করা হয়েছে। এতে অভিনয়ের জন্য তার লুকে পরিবর্তন আনা হবে। যেহেতু সে নতুন, তাই তাকে অভিনয়ের উপর গ্রুমিং করানো হচ্ছে। আমার বিশ্বাস সে ভালো করবে। ’
পরিচালক আরও জানান, সিরিজটিতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এতে এক ঝাঁক নতুন শিল্পীদের দেখা যাবে। উল্লেখ্য, এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউমার’-এ এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে।