প্যান্ডোরা পেপার্সঃ আর্থিক কেলেঙ্কারিতে সচিন টেন্ডুলকার

0
53
প্যান্ডোরা পেপার্সঃ আর্থিক কেলেঙ্কারিতে সচিন টেন্ডুলকার
প্যান্ডোরা পেপার্সঃ আর্থিক কেলেঙ্কারিতে সচিন টেন্ডুলকার

বিশ্বের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩ শতাধিক রাজনীতিক ও সামরিক কর্মকর্তা এবং প্রায় একশ ধনকুবেরের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য ফাঁস করেছে প্যান্ডোরা পেপার্স। আর্থিক বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদন ‘প্যান্ডোরা পেপারস’-এ আর্থিক কেলেঙ্কারিতে নাম এসেছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারেরও। সচিন ছাড়াও প্যান্ডোরা পেপার্সের রিপোর্টে নাম উঠে এসেছে ভারতের আরও ৬ রাজনীতিবিদের। 

আরও পড়ুনঃ প্যান্ডোরা পেপার্সে ৩৩৬ রাজনীতিক, বিশ্বজুড়ে হইচই

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দিয়েছেন এমন অভিযোগে কয়েকজন তারকা ও রাজনীতিবিদদের একটি তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক তদন্তমূলক সাংবাদিকদের একটি দল। এই তালিকায় ৯১টি দেশের বিভিন্ন রাষ্ট্রনেতাদের নাম রয়েছে। তাদের সঙ্গে যুক্ত হলো শচীনের নামও।

সচিনের আইনজীবী যদিও দাবি করেছেন, যে ‘ক্রিকেট ঈশ্বর’-এর যাবতীয় বৈদেশিক লেনদেন সম্পূর্ণ বৈধ। দেশের বাইরে সচিনের বিনিয়োগের যাবতীয় হিসাব কর কর্তৃপক্ষের কাছে রয়েছে। সচিনের নাম সামনে এলেও সেই ভারতীয় রাজনৈতিকদের নাম প্রকাশ্যে আসেনি।

‘প্যান্ডোরা পেপার্স ‘ বাক্স খুলতেই একের পর এক রাঘব বোয়ালের নাম বেরিয়ে এসেছে। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) জানাচ্ছে যে, তারা বর্তমান ৩৫ জন রাজনৈতিক নেতা ছাড়াও প্রাক্তন বিশ্বনেতাদের গোপন সম্পদ নিয়ে তদন্ত চালিয়েছে। রয়েছেন ৩৩০-এর ওপর রাজনীতিবিদের নাম। রয়েছে ধনকুবের, ব্যবসায়ী, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদদের নামও।

বিদেশের ‘বিবিসি’ও ‘দ্য গার্ডিয়ান’-এর মতো নাম করা সংবাদমাধ্যমের সঙ্গেই ভারতের ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সাংবাদিকরাও আইসিআইজে-র সঙ্গে হাত মিলিয়ে এই অনুসন্ধানমূলক রিপোর্ট পেশ করেন। মোট ৬০০ সাংবাদিকের মিলিত প্রয়াসে ১১.৯ মিলিয়ন গোপন নথিপত্র ফাঁস হয়েছে। যা সবই বিদেশি আর্থিক প্রতিষ্ঠানে অর্থ ও গোপন সম্পদ লেনদেনের তথ্য তুলে ধরেছে।