ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

0
31
উদ্ধার হওয়া অভিবাসীদের
উদ্ধার হওয়া অভিবাসীদের

তিউনিসিয়ার কোস্টগার্ড উত্তর আফ্রিকার দেশ লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি নাগরিক।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম শুক্রবার (২৫ জুন) ভোররাতে জানিয়েছে, উদ্ধার হওয়া  অভিবাসীদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। এবং বাকি ৩ জন  মিশরের নাগরিক। নৌকা ভেঙে যাওয়ার পর তারা উপকূলে আটকা পড়েন। 

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য নৌকাযোগে পাড়ি দিয়েছিলেন এসব নাগরিক। তবে নৌকার ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার সাগরে ভাসতে থাকা দলটিকে উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ড।

আইওএমের বিবৃতি থেকে জানা গেছে, তিউনিসিয়ান আইসল্যান্ড জেরবার একটি হোটেলে রাখা কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের।