২২ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভির সফলতা কয়ামনায় অপরাজয়া২৪

0
29
২২ বছরে পদার্পণ
২২ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভির সফলতা কয়ামনায় অপরাজয়া২৪

আজ বুধবার (৩ জুলাই) জনপ্রিয় স্যাটেলাইটভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ২২ বছরে পদার্পণ করেছে।  এনটিভির জন্মদিনে অপরাজয়া২৪.কম -এর পক্ষ থেকে শুভেচ্ছা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে চ্যানেলটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী, কর্মকর্তা-কর্মচারী, দর্শক ও কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকায় এনটিভি এগিয়ে যাক এই কামনায় অপরাজয়া২৪.কম।

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। পরের বছর ১ জানুয়ারি ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে এনটিভি। ২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে।
প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি।