‘মাশরাফির রাজসিক ক্যারিয়ার’

0
55

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দলে ঠাঁই না হওয়া মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্যারিয়ারে কার্যত ‘শেষের গান’ বেজে গেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়ক মাশরাফির কীর্তি অম্লান হয়ে থাকবে। প্রায় দুই যুগ ধরে দেশের পেসারদের পথ নির্দেশকের ভূমিকায় ছিলেন। তাই তো ৩৭-এ পৌঁছে যাওয়া মাশরাফিকে নিয়েও ভক্ত-সমর্থকদের অস্ফুট আহাজারি দৃশ্যমান। চোটাঘাতকে বারবার তুড়ি মেরে মাঠে ফেরা সাবেক এই অধিনায়ক কিংবদন্তির সম্মান পাচ্ছেন সবার কাছে।

জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের মতে, দেশের ক্রিকেটের কিংবদন্তি মাশরাফি। অধিনায়ক হিসেবে ‘টিম বাংলাদেশ’ বানিয়েছেন, তাকে বিস্মৃত হতে পারবে না বাংলাদেশ।

দুই দফা প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা ফারুক আহমেদ কাছ থেকে দেখেছেন দলের সাধারণ ক্রিকেটার ও অধিনায়ক মাশরাফিকে। গতকাল সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘ওর রাজসিক ক্যারিয়ার। এত ভালো ক্যারিয়ার হতে পারে না। এটা তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, শুরুতে অনেক চড়াই-উতরাই ছিল। বাংলাদেশ ক্রিকেটকে শেষ তিন-চার বছরে সে যা দিয়েছে, তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ রকম আসলে কেউ করতে পারে নাই, অধিনায়ক হিসেবে। ‘টিম বাংলাদেশ’ বানাইছে ও, ওর অধীনে টিম বাংলাদেশ হয়েছে, তাই ওকে তো আমাদের স্মরণ করতেই হবে।’

ফারুক আহমেদও স্বীকার করছেন, ২০২৩ কে টার্গেট করা মাশরাফির জন্য কঠিন হতো। তাই বোর্ড তার বদলির চিন্তা করছে এবং সামনে তাকাতে চাচ্ছে। তাছাড়া বর্তমানে সংসদ সদস্যর গুরুভারও তার কাঁধে রয়েছে। যা তার কাজটা কঠিন করে দিয়েছে। ফারুক আহমেদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটাই ঘটুক, মাশরাফির জন্য এখন আরো কঠিন হবে। কারণ মাশরাফি তো এখন খুবই ব্যস্ততাপূর্ণ কাজের সঙ্গে জড়িত। মেম্বার অব দ্য পার্লামেন্ট, মানে জনপ্রতিনিধি, আজকে মাশরাফি যদি জনপ্রতিনিধি না হতো, তাহলে দেখতাম সারা দিন মাঠে পড়ে আছে, ফিটনেস নিয়ে থাকতো। কিন্তু এটা তো এখন ওর পক্ষে সম্ভব না।’

বাংলাদেশের সবচেয়ে সফল ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপের দল গড়া ফারুক আহমেদ কিংবদন্তির সম্মান দিয়েছেন অনুজ মাশরাফিকে। গতকাল তিনি বলেছেন, ‘আমি ওকে শুভকামনা জানাই। যেহেতু ও খেলাটা ভালোবাসে, আরো কিছুদিন যদি ঘরোয়া ক্রিকেট খেলে, তাহলে ওর থেকে বাচ্চা ছেলেরা শিখতে পারবে। ও তো আমাদের কিংবদন্তি।’

ক্রিকেট মাঠে ও ব্যক্তিগত জীবনে মাশরাফির দীর্ঘদিনের বন্ধু সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল গতকাল বলেছেন, ‘আসলে সবকিছুর তো একটা শেষ আছে। এটা বলতে পারি বাংলাদেশের ক্রিকেট একজন অভিভাবক হারাবে, নেতা হারাবে।’