খাল উদ্ধারে অভিযান শুরু করেছে ডিএনসিসি

0
67

রাজধানী মধ্যে অবস্থিত বিভিন্ন খাল পরিস্কার ও খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৪ জানুয়ারি) কার্যক্রমের প্রথম দিনে রাজধানীর ইব্রাহিমপুর খাল পরিষ্কার এবং খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযানে ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম সরাসরি অংশ নিয়ে সার্বিক কার্যক্রম তদারকি করছেন।

অভিযান বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, নদী যেভাবে দখলমুক্ত হয়েছে সেভাবে আমাদের খালগুলোও দখলমুক্ত করা হবে। বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা খালের পাড় বাঁধাবো, গাছ লাগাবো ও ওয়াকওয়ে নির্মান করবো। কিভাবে মানুষ খালের জায়গা দখল করেছে সেটা দেখাই যাচ্ছে। এসব কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। আমরা এলাকাবাসীকে বলে যাচ্ছি সিএস দাগ অনুযায়ী আমাদেরকে এসব ক্লিয়ার করে দিতে হবে, আমরা মহানগরীর জরিপের কাগজ কিন্তু দেখবো না।