কবরীর দ্রুত সুস্থর জন্য ববিতা, শাবানা, রুনা, সাবিনাদের প্রার্থনা

0
30
কবরীর জন্য ববিতা, শাবানা, রুনা, সাবিনাদের প্রার্থনা
কবরীর জন্য ববিতা, শাবানা, রুনা, সাবিনাদের প্রার্থনা

করোনায় আক্রান্ত হয়ে জীবনের কঠিন সময় পার হচ্ছে ঢালিউড মিষ্টি মেয়েখ্যাত অভিনয়শিল্পী কবরীর। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্ট থাকা বরেণ্য অভিনয়শিল্পী ও মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীকে নিয়ে উদ্বিগ্ন তাঁর সহযোদ্ধারা। কেউ কেউ কাঁদছেনও।

সদা হাস্যোজ্জ্বল কবরীর হঠাৎ করে শারীরিক অবস্থার এমন অবনতি যেন মানতেই কষ্ট হচ্ছে তাঁদের। সবাই প্রার্থনা করছেন সৃষ্টিকর্তা যেন সুস্থভাবে তাঁকে সবার মধ্যে ফিরিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার বিকেলেই আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কবরীকে। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে সহযোদ্ধা ও সহকর্মীরা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। সবার একটাই কথা, এত হাসিখুশি মানুষের কখন যে কী হয়ে গেল, বুঝতেই পারলাম না।

বরেণ্য এই অভিনয়শিল্পীর বর্তমান অবস্থা নিয়ে রুনা লায়লা জানালেন, কবরীর ছেলে শাকের চিশতীর কাছ থেকে খবরাখবর নিচ্ছেন আলমগীর সাহেব। রুনা বললেন, ‘জীবনের এক কঠিন সময় পার করছি আমরা। সবাই সবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। তিনি আমাদের রক্ষা করার মালিক। কবরীর অসুস্থতার খবর মনটাকে বিষণ্ন করে তুলেছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই মন থেকে দোয়া।’

ববিতার দীর্ঘদিনের সহযাত্রী ববিতার বিশ্বাস, ফিরে আসবেন কবরী। ‘লাইফ সাপোর্ট থেকে অনেকের ফিরে আসার খবর শুনেছি। তাঁর তো অন্য কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছি, কবরী আপাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দিন।’

কবরীর লাইফ সাপোর্টে থাকার খবরটি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকা আরেক বরেণ্য অভিনয়শিল্পী শাবানার কাছেও। এমন খবর শুনে তিনি ও তাঁর স্বামী দুজনেই ভীষণ চিন্তিত। শাবানা বলেন, ‘কবরী আপা আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন। সৃষ্টিকর্তা তাঁর কষ্ট লাঘব করে দিক। আমরা সবাই তাঁর জন্য মন থেকে দোয়া করছি।’

হঠাৎ খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী। ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। এখন সেখানেই চিকিৎসাধীন তিনি। কবরীর উন্নত চিকিৎসার জন্য গত শনিবার সকাল সাড়ে ১০টায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড বসেছিল বলে জানান অধ্যাপক ফারুক আহমেদ।